Friday, April 26, 2024
Homeরাজশাহী বিভাগপাবনা জেলামালয়েশিয়ায় সাংবাদিকতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন পাবনার ছেলে মোহাম্মদ আলী

মালয়েশিয়ায় সাংবাদিকতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন পাবনার ছেলে মোহাম্মদ আলী

মোঃ নুরুন্নবী-

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ

দক্ষিণ পুর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে কাজ করায় বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছে পাবনা ছেলে সাংবাদিক মোহাম্মদ আলী।

গতকাল শনিবার ১৭ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার সর্ব বিহত ছাত্র সংগঠন বাংলাদেশ এডুকেশন এন্ড রিচার্জ ফোরাম মালয়েশিয়ার ( বারফোম ) আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে নিরালস ভাবে কাজ করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

কিছু দিন আগেও মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া কর্তৃক সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও তিনি দেশে ও বিদেশে একাধিক সম্মাননা পুরষ্কার পেয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক অঙ্গনে তথা মালয়েশিয়াতে সততা ও নিষ্ঠার সাথে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাঙালি প্রবাসীদের যেকোনো সমস্যা শোনা মাত্রই পৌঁছে গিয়েছেন তাদের কাছে বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত কখনো কখনো তাদের সমস্যাগুলোকে তুলে ধরেছে গণমাধ্যমে।

এ বিষয়ে সাংবাদিক মোহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান- মালয়েশিয়াতে আমরা প্রায় ১০ লক্ষ বাংলাদেশি বসবাস করি এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এখানে বাংলাদেশ হাইকমিশন ছাড়া আমাদের দুঃখ কষ্ট দেখার মতো কেউ নাই।

যদিও প্রবাসীদের কল্যাণে কাজ করবেন এমন নামে বে-নামে রয়েছে একাধিক সংগঠন। এই মধ্যে কিছু সংখ্যক ব্যাক্তিছাড়া অধিকাংশ শুধু সোশ্যাল মিডিয়া আসার জন্য তারা সংগঠন পরিচালনা করে। তাই তাদের দ্বারা প্রবাসীদের কল্যানের চেয়ে অকল্যানই বেশি হয়।

এইজন্য আমি ব্যক্তিগত ভাবে নিজ থেকে হাজারও ব্যস্ততার মাঝে প্রবাসীদের কল্যাণে এগিয়ে আসি এবং যতদিন প্রবাসে আছি তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

সাংবাদিক মোহাম্মদ আলী আর্ন্তজাতিক অঙ্গন ছাড়াও বাংলাদেশেও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য। তার বাড়ি পাবনার সাথিয়া উপজেলার আতাইকুলা থানায়, সে একজন মুসলিম পরিবারের সন্তান। কিছু দিন হলো দুনিয়ে থেকে বিদায় নিয়েছে তার পিতা মাতা, তার বিবাহিত জীবনে রয়েছে স্ত্রী ও দুই ছেলে সন্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments