Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করায় জরিমানা

রাণীশংকৈলে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করায় জরিমানা

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রমজান আলী হাসুর বিরুদ্ধে একটি গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২০ মার্চ) ইউপি সদস্য স্থানীয় গাজিরহাট নামক বাজারে এ ঘটনা ঘটায়।

গরু জবাই ও মাংস বিক্রির জন্য তাকে সহযোগিতা করেন,ওই এলাকার রমজান আলীর ছেলে গোলাম, বদিরউদ্দিনের ছেলে মুক্তার ও মুনসুরের ছেলে রুহুল আমিন। বাচ্চাওয়ালা গারুর মাংস বিক্রি করেছে ইউপি সদস্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়।

২১ মার্চ আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে । পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ওই ইউপি সদস্যকে অমিয়ভাবে পশু জবাই করার অপরাধে ইউপি সদস্যসহ ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে।

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারীসহ ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ভিকটিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments