শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ব্যর্থ সরকারের পদত্যাগসহ ১০ দফা এবং সরকারের দমন-পীড়ন-নির্যাতন বন্ধ, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিএনপির উদ্যোগে আজ ৪ঠা ফেব্রুয়ারী শনিরবার, বেলা ২টায় নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি অফিস সংলগ্ন নুর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান বক্তা থাকবেন বিএনপির ভাইস্ চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
এছাড়াও সমাবেশে জাতীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একই দিন দেশের অন্যান্য বিভাগেও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিশাল এ সমাবেশে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) বিপুলভাবে অংশ নিতে চায়। তাই সম্মিলিত পেশাজীবী পরিষদ সকল পেশাজীবীদের আজ শনিবার বেলা ২টার মধ্যে কাজীর দেউড়ি নূর আহমদ সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয় সামনে অবস্থান নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহবায়ক(ভারপ্রাপ্ত) সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডাঃ খুরশীদ জামিল চৌধুরী।