বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেরা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান।
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী , উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জেমস।
ধুনট মডেল মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক রাসেল মাহমুদ, সানজিদা আক্তার কেয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মেডিকেলে চান্স পাওয়া যমজ ৩ ভাইয়ের মাকে সম্মাননা প্রদান ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান এমপি।