Friday, April 26, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা

নীলফামারীতে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নীলফামারীতে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ৩রা নভেম্বর দিনটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক হোসেন রানা, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ইং সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনীচক্র নির্মমভাবে জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করে।

যারা বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭১ইং সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করে জাতির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments