রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ৫ই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় শোক দিবস, শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টার দিকে উপজেলা সরকারি গণগ্রন্থগার মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সরকারি গণন্থগারের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা সরকারি গনগ্রন্থগারে সহকারি লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউর জ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিআরডিবি কর্মর্কতা সোয়াইব আজমী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন ও সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু প্রমূখ।