Saturday, April 27, 2024
Homeবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ঝাটকা ইলিশ পরিবহনের দায়ে ৮ জেলে আটক

বাউফলে ঝাটকা ইলিশ পরিবহনের দায়ে ৮ জেলে আটক

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ টিমের অভিযানে পরিবহনের সময় একটি ট্রলার থেকে ১৫ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

উক্ত সময় তারা ৮ জেলেকেও আটক করেন। রবিবার সকালে তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জাফর(৩০), জামাল উদ্দিন(৩৫), জামাল হাওলাদার(২৮), রাজু গাজী(২০), মোঃ মহাসিন(১৮), মোঃ পারভেজ(১৮), মোঃ শামীম(১৮) ও মোঃ বাসেদ(৫৫)। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।

উপজেলার কালাইয়া ইউপির নৌ ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান- শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নামে নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম। রবিবার সকালে তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হলে দুপুর ১২টায় ফাড়ির সামনে ভ্রমনকারী আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই সময় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও অস্চ্ছল পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে কালাইয়া ইউপির নৌ ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান জানান- আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments