Saturday, April 27, 2024
Homeবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে নকল সরবরাহের দায়ে অর্থ দন্ডে দন্ডিত ২ শিক্ষক

বাউফলে নকল সরবরাহের দায়ে অর্থ দন্ডে দন্ডিত ২ শিক্ষক

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আজ শনিবার ২৪শে সেপ্টেম্বর এসএসসি পদার্থ ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় নকল সরবরাহ ও কেন্দ্রের মধ্যে ঘোরাঘুরির অপরাধে মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসিন আরাফাদ ও কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিটুকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাউফল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভিজিল্যান্স টিমের ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান তাদেরকে এ অর্থদন্ড প্রদান করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কেন্দ্র সচিব আসাদুজ্জামান বাচ্চু।

এবিষয়ে বায়েজুদুর রহমান বলেন- “আমি ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে দেখি ইয়াসিন আরাফাদ নামের এক ব্যক্তি একটি কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন এবং মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে ঘোরাঘুরি করছিলেন।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি ইয়াসিন আরাফাত মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মনিরুল ইসলাম টিটু কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ গ্রন্থগারিক। এই অপরাধে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments