বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ সাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে শুক্রবার বিকাল হাউসদী বাজার চাতাল চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় দুধখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন, মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার, এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনেকে।