Friday, April 26, 2024
Homeঢাকা বিভাগমাদারীপুর জেলামাদারীপুরে সয়াবিন তেলের মূল্য কারসাজি করায় জরিমানা

মাদারীপুরে সয়াবিন তেলের মূল্য কারসাজি করায় জরিমানা

মুন্না শররীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের তাঁতীবাড়ি বাজারে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করার অভিযোগে ১২ই মে বৃহস্পতিবার সকালে একজন ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

মাদারীপুরের সদর উপজেলার তাতিবাড়িতে বোতলের গায়ের মূল্য ৭৬০ টাকার তেল ৯৩০ টাকায় বিক্রি করার অভিযোগে, সিটি গ্রুপের সান কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংরক্ষন অধিদপ্তরকে খবর দিলে তারা ডিলারের ভ্যানে থাকা ৬৭২ লিটার সয়াবিন তেল জব্দ করেন। https://mincom.gov.bd/এ সময় সিফাত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মফিজুল ইসলামকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন- ‘ওই ডিলারের মালিক ঈদের আগে তেল মজুদ করে রাখেন এখন সে তেল বেশি দরে তিনি খুচরা বাজারে বিক্রি করছেন।http://www.bbc.com/bengali/news তাই অভিযুক্ত করে ডিলার মালিককে আমরা ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি। এ ছাড়াও তার প্রতিষ্ঠানটি তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমরা ডিলারদের এই সিন্ডিকেটর ভাঙতে নিয়মিত বাজার মনিটরিং করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments