Sunday, April 28, 2024
Homeচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলামিরসরাইয়ে অগ্নিকারণ্ডে নগদ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে অগ্নিকারণ্ডে নগদ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ দেড়লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থরা হলেন ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

এছাড়া উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশী ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আসার পূর্বেই সবকিছু শেষ হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে।

তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরো অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধিন রয়েছে। এছাড়া ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments