Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারাজারহাটে নতুন ঘর পেল ৭০ ভূমিহীন পরিবার

রাজারহাটে নতুন ঘর পেল ৭০ ভূমিহীন পরিবার

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ২৬শে এপ্রিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৭০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর, দুই শতাংশ জমির দলিল ও ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও ঈদের সামগ্রী প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পর পরই রাজারহাট উপজেলা পরিষদের হলরুমে ৭০টি গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে নতুন ঘরের চাবি- দলিল ও ঈদ সামগ্রী সুবিধাভোগী পরিবারগুলোর হাতে তুলে দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও নূরে তাসনিম, এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মোঃ রাজু সরকার, ভাইস্ চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চাষী আব্দুস ছালাম মাষ্টার, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান সহঃঅধ্যাপক সাদেকুল হক নূরু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments