বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে ফুলকারচাকলার রোড়ে সরকারের দুইটি প্রকল্পের টাকা ব্যায় হলেও তেমন সুফল পায়নি পথচারী।
সরজমিনে জানা যায়- সামান্য বৃষ্টিতেও রাজারহাট বাজারের এই রাস্তাটি ডুবে থাকতো পানিতে পরে সরকারের দুইটি প্রকল্পের টাকা ব্যায় করে ফেলানো হলো ইট ও বালু। সামান্য বৃষ্টিতে ভেসে গেলো বালু আর রাস্তায় পরে থাকলো ইট, সেই ইট এখন পথচারীর অবাধে চলাচলের বাধা সৃষ্টি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিকশা চালক বলেন- এই অল্প এখনা ঝড়ি হইলে এই রাস্তা পানিত ডুবি যায়, পরে একদিন রওয়া গাড়ছি সেটা দেখি ইট আর বালা ফেলাইছে কয় দিন পর ঝড়ি হয়া বালা গেইছে ভাসি আর এই ইট গুলা তো তোমরা দেখপের নাকছেন ভাসি আছে।
এই বিষয়ে রাজারহাটের সুশীল সমাজ বলেন- যেখানে সরকারের দুইটি প্রকল্পের টাকা ব্যায় হলো কিন্তু পথচারীদের যেমন কোন উপকার হলো না, এই টাকা ব্যায় করে লাভ কি হলো। এটাই মাথায় আসতেছে না আমাদের।