শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির উদ্যোগে রাজশাহী গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার প্রতিবাদে অভিযুক্ত গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর সড়কে।
উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শ্রী স্বপন কুর্ণিদাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা জাতীয় আদিবাসী পরিষদের সমন্বয়ক শ্রী সন্তোষ সিং বাবু, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুনিল চন্দ্র মালো, সহঃ সভাপতি শ্রী বৈদ্য চন্দ্র বাগদি, সাংগঠনিক সম্পাদক শ্রী নিরাঞ্জন রবি দাস, ধর্মবিষয়ক সম্পাদক শ্রী রাজকুমার রবিদাস, সারিয়াকান্দি উপজেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি শ্রী সুনিল রবি দাস বাবু, শেরপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক শ্রী স্বপন কুমার সিং, আদিবাসী জুরান রবি দাস, সামারু, অনিক, সজিব, আলো রানী, পপি রানী, তপতী রানী, সজন, রতন, সাথী, মালো প্রমূখ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com