বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে পুলিশের অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি পান্নু মোল্যা(৫২) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের আমিন হোসেন মোল্যার ছেলে। আজ ১৪ই সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই(নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দোয়া মল্লিকপুর (পূর্বপাড়া) থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।