শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার দাফন কাজ সম্পন্ন পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে সাদপন্থীদের হামলা ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন কুমিল্লার আমতলীতে গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুসল্লিদের উপর সাদ পন্থীদের হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ফুলবাড়ীতে স্মৃতিচারণমূলক আসর “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” জামায়াত-শিবিরকে “পুরনো শকুন” বলায় সংবাদ সম্মেলন রংপুর তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন সাঈদী পুত্র ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ আটক-২ লক্ষ্মীপুরে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালন ধুনটে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ ব্যাংক পিএলসি শাখা উদ্বোধন সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই-সাদ এরশাদ

আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজীবন সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।

আমার মরহুম পিতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পূরণে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে ইতিমধ্যেই শতভাগ মসজিদ, মন্দির, ঈদগাহ, কালভার্টসহ রাস্তাঘাট পাকা করা হয়েছে।

এছাড়াও বেকারত্ব কমাতে বিভিন্ন মিল কারখানা তৈরি করতে যা যা করতে হয় আমি তাই করবো বলে জানালেন এরশাদ পুত্র সাদ এরশাদ।

এলাকায় মিল কারখানা করলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে। এতে এলাকা উন্নত হবে যেমন, তেমনি বেকার ভাই বোনদের কর্মের সংস্থান হবে। তিনি আরো বলেন আমাদের কাছে আপনাদের অধিকার আছে।

এটা আপনাদের হক। আর আমিও আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো । সাংবাদিকদের এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

রংপুর-৩ এর সংসদ সদস্য সাদ এরশাদ’র নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম-রংপুর সিটি কর্পোরেশনের (৯-৩৩নং ওয়ার্ড) অর্থ বছর- ২০২২/২০২৩ইং পর্যন্ত প্রকল্পের ধরন- টি.আর বরাদ্দ প্রাপ্ত প্রকল্প সমূহ- নাম- ওয়ার্ড-মোট বরাদ্দের পরিমাণ চিলমন পূর্বপাড়া আল আমিন জামে মসজিদ, ওয়ার্ড-৯, (৭লক্ষ) বাহার কাছনা বাজার জামে মসজিদ ওয়ার্ড-৯, (৬ লক্ষ) বায়তুল মুয়াজ্জম জামে মসজিদ, ওয়ার্ড-৯, (০.৭৮ লক্ষ) আল জামিয়াতুল ইমদাদিয়া মদিনতুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ওয়ার্ড-৯, (১ লক্ষ) বটতলা আহলে হাদিস জামে মসজিদ ওয়ার্ড-৯, (১ লক্ষ) চিলমন ইসলামিয়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ওয়ার্ড-৯, (০.৫০ লক্ষ) মনাদর বীর চরণ জামে মসজিদ ওয়ার্ড-৯, (০.৫০ লক্ষ) বীরচরণ দুর্গা মন্দির ওয়ার্ড-৯, (০.৫০ লক্ষ) সালমারা পাকারমাথা ওয়াক্তিয়া জামে মসজিদ ওয়ার্ড -০৯, (০.৫০ লক্ষ) বখতিয়ারপুর আদর্শগ্রাম জামে মসজিদ ওয়ার্ড -১০, (১ লক্ষ) উত্তর বিন্যাটারী জামে মসজিদ, ওয়ার্ড-১১, (৫.৭৫ লক্ষ) পার্থ সারথি মন্দির ওয়ার্ড -১১, (৪ লক্ষ) জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ, ওয়ার্ড -১২, (৬ লক্ষ) দক্ষিণ দমোদরপুর জামে মসজিদ, ওয়ার্ড -১৩, (৪ লক্ষ) বারাই হাজী জামে মসজিদ ওয়ার্ড -১৩, (০.৫০ লক্ষ) মকরুউল্লাহ জামে মসজিদ ও মাদ্রাসা ওয়ার্ড -১৩, (০.৫০ লক্ষ) শ্রী শ্রী হরি মন্দির ওয়ার্ড -১৪, (৩.৫৭ লক্ষ) দক্ষিণ পাঠান পাড়া জামে মসজিদ, ওয়ার্ড -১৪, (৫ লক্ষ) মানবতার বন্ধনে এতিমখানা, ওয়ার্ড -১৫, (৩ লক্ষ) সাকুল্যে – ৮ লক্ষ দর্শনা উপস্বাস্থ্য কেন্দ্র অবকাঠামো নির্মাণ, ওয়ার্ড -১৫, (২০ লক্ষ ) আরপিএমপি পাবলিক স্কুল এন্ড কলেজ ওয়ার্ড -১৫, (২ লক্ষ) কেল্লাবন্দ চওড়াপাড়া আল ইহসান নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বায়তুল আমান জামে মসজিদ ওয়ার্ড -১৬, (১.৫০ লক্ষ) ওয়ার্ড -১৬, (৩.৮০ লক্ষ ) হাজী সুলতানা জামে মসজিদ, ওয়ার্ড -১৬, (১৫ লক্ষ) ধাপ পাশারি পাড়া জামে মসজিদ ওয়ার্ড -১৭, (১ লক্ষ) বাইতুল্লাহ জামে মসজিদ সাতগাড়া মিস্ত্রীপাড়া জামে মসজিদ, ওয়ার্ড-১৮, (১ লক্ষ) বরকতিয়া জামে মসজিদ, মুন্সিপাড়া ওয়ার্ড -১৮, (১ লক্ষ) ধাপ ইঞ্জিনিয়ার পাড়া জামে মসজিদ ওয়ার্ড -১৯, (২ লক্ষ) অটিজম স্কুল, ওয়ার্ড -১৯, (০.৫ লক্ষ) ধাপ বায়তুন নুর জামে মসজিদ, ওয়ার্ড -১৯, (১ লক্ষ) তাকওয়া জামে মসজিদ, রাধাবল্লভ ওয়ার্ড -১৯, (১ লক্ষ) ধর্মসভা, ওয়ার্ড -২০, (২১.৬৫ লক্ষ) নিউ আদর্শ পাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ওয়ার্ড -২১, (৮.১৫ লক্ষ) শাহী জামে মসজিদ, ওয়ার্ড-২১, (৪.৫০ লক্ষ) সেন পাড়া জামে মসজিদ ওয়ার্ড -২১, (১ লক্ষ) বাবুখাঁ পশ্চিম পাড়া জামে মসজিদ, ওয়ার্ড -২২, (২ লক্ষ) বায়তুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা, ওয়ার্ড -২২, (১ লক্ষ) নবাবগঞ্জবাজার শিব মন্দির ওয়ার্ড -২৩ (১ লক্ষ) বায়তুল ইসলাম জামে মসজিদ ওয়ার্ড -২৩, (৩ লক্ষ) পূর্ব ইসলামপুর সিটি জামে মসজিদ ওয়ার্ড -২৩, (৪ লক্ষ) কাশেমিয়া জামে মসজিদ ওয়ার্ড -২৩, (৩ লক্ষ) জুম্মাপাড়া সদর জামে মসজিদ, ওয়ার্ড -২৩, (২ লক্ষ) নবাবগঞ্জ বাজার জামে মসজিদ, ওয়ার্ড -২৩, (৩ লক্ষ) গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদ ওয়ার্ড -২৪, (২.৫ লক্ষ) শ্রী শ্রী দূর্গা মন্দির, গুপ্তপাড়া ওয়ার্ড -২৪, (১ লক্ষ) ঠিকাদার পাড়া নুর জামে মসজিদ ওয়ার্ড -২৬, (৭ লক্ষ) বায়তুন নুর জামে মসজিদ, ওয়ার্ড-২৬, (৩ লক্ষ) রবার্টসনগঞ্জ ৩নং ইস্পাহানি/নিউ রিলিফ ক্যাম্প ওয়াসরুম, ওয়ার্ড -২৬, (৫ লক্ষ) খামার পাড়া জামে মসজিদ ওয়ার্ড -২৭, (৮ লক্ষ) তাবলীগ জামাত জেলা মারকাস জামে মসজিদ, ওয়ার্ড -২৭, (৩ লক্ষ) খামার পাড়া জামে মসজিদ, ওয়ার্ড -২৭, (১৬ লক্ষ) এরশাদ নগর চিনিয়াপাড়া কালী মন্দির, ওয়ার্ড -২৮, (৩ লক্ষ) সাকুল্যে – ৮ লক্ষ খেড়বাড়ী জামে মসজিদ, ওয়ার্ড-২৮, (৩ লক্ষ) এরশাদ নগর জামে মসজিদ ওয়ার্ড -২৮, (১ লক্ষ) গ্রীণভেলী জামে মসজিদ ও মাদ্রাসা, ওয়ার্ড -৩০, (১.২৫ লক্ষ) বায়তুল হিকমা নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ওয়ার্ড -৩১, (১.০২ লক্ষ) ছিলিমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, ওয়ার্ড -৩১, (৬ লক্ষ) নাজির দিগর দারুস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ওয়ার্ড -৩১, (০.৫০ লক্ষ) কিশামত বিশু পূর্ব পাড়া নতুন ঈদগাহ মাঠ ওয়ার্ড -৩১, (০.৫০ লক্ষ) ছিলিমপুর বড় বাড়ি জামে মসজিদ ওয়ার্ড -৩১, (০.৫০ লক্ষ) দক্ষিণ ছিলিমপুর তৈয়বীয়া জামে মসজিদ ওয়ার্ড -৩১, (১ লক্ষ) আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা ওয়ার্ড -৩২, (২.৭৫ লক্ষ) আরাজি তামপাট প্রাচীন জামে মসজিদ ওয়ার্ড -৩২, (০.৫০ লক্ষ) ধর্মদাস সর্দার পাড়া জামে মসজিদ ওয়ার্ড -৩২, (০.৫০ লক্ষ) কবিরাজপাড়া শাহী জামে মসজিদ ওয়ার্ড -৩২, (১ লক্ষ) মেকুরা মধ্যপাড়া জামে মসজিদ ওয়ার্ড -৩৩, (১.১৯ লক্ষ) হোসেন নগর মুসলিম পাড়া বায়তুল রহমান জামে মসজিদ ওয়ার্ড -৩৩, (১ লক্ষ) খোর্দ রংপুর পুরাতন জামে মসজিদ ওয়ার্ড-৩৩, (১.৫০ লক্ষ) আগামীতেও তার নির্বাচনী এলাকায় উন্নয়ন কার্যক্রম ও সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com