শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়। করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে ধারণ করে শুক্রবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস্ চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চলানায় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের আসাদুল হক, সোনালী লাইফ ইনসিওরেন্সের আব্দুল করিম, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের আব্দুল খালেক, প্রগতি লাইফ ইনসিওরেন্সের আবু সাঈদ, প্রগেসিভ লাইফ ইনসিওরেন্সের শামিম সরকার পপুলার লাইফ ইনসিওরেন্সের (এজিম) মোজাহার আলী। শেষে রচনা প্রতিযোগিদের মাঝে পূরস্কার প্রদান করা হয়।