সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
মোঃ কামরুজ্জামান- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন বিদ্যার্থী শিক্ষার্থীদের উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার ১২ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ উৎসব পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সেবা ইন্টারন্যাশনাল বাংলাদেশের কো অর্ডিনেটর কৈলাশ চন্দ্র রায় ও অন্যান্য অতিথিবৃন্দ।
সৃষ্টিকর্তার উপাসনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর কুশল বিনিময় হয় এবং বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়ার মাধ্যমে ভাই বোন সম্পর্কে বন্ধনের আবদ্ধ হন। এসময় দুই শতাধিক ভাইয়ের হাতে বোনেরা রাখি পরিয়ে দেন।
বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি লিমন শর্মা ও সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা বলেন- এই রাখি বন্ধন ভাইয়ের প্রতি দিদির ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং বোনকে আজীবন রক্ষা করার ভাইয়ের শপথের প্রতীক। আমরা এধরনের আয়োজন অব্যাহত রাখবো।
প্রসঙ্গত, রাখিবন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে।