বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বোরো ধান চাল সংগ্রহ ২০২২ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ২৩শে মে ২০২২ইং দুপুর দেড়টায় উপজেলা খাদ্য গুদামের ফিতা কেটে বোরো ধান চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই- আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্য প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা খাদ্য পরিদর্শক নূরে রাহাদ রিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলায় চলতি মৌসুমে সরকারি ভাবে এ্যাপের মাধ্যমে কৃষকের নিকট হইতে এক হাজার পাঁচ শত ৬৯ মেঃ টন ধান ও পাঁচ শত পঞ্চান্ন মেঃ টন ক্রয়ের টার্গেট ধরা হয়েছে। বোরো ধানের কেজি ২৭ টাকা ও চালের কেজি ৪০ টাকা দরে ক্রয় করা হবে বলে জানান।