সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটে ৩৫ কোটি ১৫ লক্ষ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। জলঢাকা পৌরসভার সার্বিক আয়োজনে (৩০ জুন) রবিবার দুপুরে পৌর কার্যালয়ের দ্বিতীয় তলায় এ প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র নাসিব সাদিক হোসেন নোভা’র সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, নীলফামারী জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ পরিচালক ও জলঢাকা প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মাহবুবর রহমান মনি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাউন্সিল ফজলুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, আবুল কালাম বাশার মিন্টু প্রমুখ। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পদায়নের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ি, পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক, ঠিকাদারসহ পৌরসভার বিভিন্ন পেশার সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে সভাপতির সমাপনী বক্তব্যে পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা, উন্নয়ন সহায়তা (এডিবি), মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, লোকাল গভারমেন্ট, নয় পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন, পৌর ভবন নির্মান, বর্জ্য ব্যবস্থাপনা, ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট সহ জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মোট ৩৫ কোটি ১৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
পৌর অফিস সূত্রে জানা যায়, ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৬ শত ৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ১৬লাখ ৮২ হাজার ৬ শত ৯৬ টাকা।
এ সময় মেয়র নাসিব সাদিক হোসেন নোভা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের ৪র্থ বাজেটের এটি ৩য় বাজেট যা আমি আমার বাবার অবর্তমানে প্রথম মেয়র নির্বাচিত হয়ে প্রথম বাজেট ঘোষণা করলাম।