শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর ও জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
মহানগর ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছে রোহানুজ্জান শুক্কুর ও মোঃ মাহমুদুল হাসান মিরনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহঃ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আকাশ,সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন।
অপর দিকে ওই দিনই ইমরান হোসেন শিশিরকে সভাপতি ও জাফর ইকবাল জনিকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র সহঃ সভাপতি করা হয়েছে মোঃ সোহাগ হোসেন, সহঃ সভাপতি খালেদ হোসেন মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মোড়ল, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার।
গাজীপুর মহানগর ও জেলা ছাত্রদলের এই কমিটিকে আগামী ৩১ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।