শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২২ (বালক, অনূর্ধ্ব-১৭) নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৮ই মে বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, সভাপতিত্ব করেন,ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস্ চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির সদস্য সফিয়ার রহমান রতন, মেহেদী হাসান মুক্তি, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ।
খেলা শুরুর আগে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা, ক্রীড়া সংস্থার পতাকা ও স্ব-স্ব চেয়ারম্যানগণ নিজ ইউনিয়ন ফুটবল দলের পতাকা উত্তোলন, উদ্বোধকের বক্তব্য, খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় পরষ্পরের মুখোমুখি হয় ডোমার সদর ইউনিয়ন বনাম বোড়াগাড়ী ইউনিয়ন। গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। টাইব্রেকারে ডোমার সদর ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করেছে বোড়াগাড়ী ইউনিয়ন।
আজকের উদ্বোধনী খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারী নিয়াজ মোরশেদ, আবু বক্কর সিদ্দিক এবং চতুর্থ রেফারী ছিলেন জীবন ইসলাম।