বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে “তারাগঞ্জ বাজার” এলাকায় অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান পরিচালনাকালে দুই জন দোকানদারকে জরিমানা করা হয়েছে।
আজ (১৯ এপ্রিল)-২০২৪ইং শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারি কমিশনার(ভূমি), তারাগঞ্জ থানা পুলিশ এর নেতৃত্বে বাজারে অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবেল রানা, কুর্শা ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, “তারাগঞ্জ বাজার” বণিক সমিতির সভাপতি এবং স্থানীয় ব্যবসায়িমহলকে সাথে নিয়ে, বাজারের ভিতরে যাতায়াত পথে যারা অবৈধ ভাবে মাছের দোকান, রাস্তার দুই ধারে দোকান তৈরি করে পথপ্রতিবন্ধকতা তৈরি করে আসছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ সময় গণউপদ্রব তৈরি চেষ্টা এবং আইনী নির্দেশনা না মানার কারনে এক মুরগি ব্যবসায়ি ও মাংস দোকানদারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫০০/- এবং ৫০০/- টাকা করে মোট ২০০০/- টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেছেন।
অভিযান পরিচালনার বিষয় ইউএনও বলেন, তারাগঞ্জ উপজেলায় সরকারি রাজস্ব আয়ের একমাত্র বড় উৎস “তারাগঞ্জ বাজার”। এই হাট বাজারের বিভিন্ন স্থানে কতিপয় ব্যক্তি অবৈধ দোকান দিয়ে বাজারটির সার্বিক বিবেচনায় অর্থনৈতিক ক্ষতিসহ যানজট ও ক্রেতা ভোগান্তির সৃষ্টি করে আসছে। সরকারের রাজস্ব রক্ষা ও গণভোগান্তি রোধ করতে বাজারে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারটি নিয়মতান্ত্রিক অবস্থানে আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।