শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার ২৮শে এপ্রিল সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে আদালত চত্বর এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র বিচারক মোঃ মুনসুর আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মাহাবুবুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম-পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন- একটি সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন সঠিক আইন প্রণয়ন। সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। আজকের সমাজে যারা দুর্বল তাদের আইনি সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে, তাদের সহায়তার আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) খন্দকার এ.টি.এম তোফায়েল, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির, জাহিদ হাসান, সিনিয়র সহকারী জজ সৈয়দপুর মোঃ সোহাগ আলী, সহকারী জজ কিশোরগঞ্জ জয় কিশোর নাগ, জেলা আইনজীবি সাধারণ সম্পাদক এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) বাবু অক্ষয় কুমার রায় সহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিরা অংশ নেন।