বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়েছে।
রবিবার ৫ই জুন সকালে দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম (এডিআইজি), জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
এসময় বক্তারা বলেন- সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ। আর এই পৃথিবীর মধ্যেই আমাদের বসবাসের পরিবেশ বিদ্যমান। আমরা আজকে এখানে পরিবেশ রক্ষায় নানা কথা বললেও যদি আমরা একটু গভীর ভাবে দেখি তাহলে দেখা যাবে আমরা নিজেরাই কোনো না কোনোভাবে পরিবেশের ক্ষতি করছি। এই একটা পৃথিবী রক্ষার দায়িত্ব আমাদের। সে দিকে আমাদের নজর দেওয়া দরকার।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত বিভিন স্তরের মানুষ নীলফামারীর পরিবেশ কোথায় কি সমস্যা ও তার সমাধানে কি করনীয় সে বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।