বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন- বকশীগঞ্জ(জামালপুুর) প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম সাত্তার। তিনি ০৪ বারের উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে পরাজিত করে বেসরকারী ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সন্ধায় ভোট গননা শেষে বকশীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত এ ফলাফল ঘোষণা করেন।
গনণা শেষে পাওয়া তথ্যে জানা গেছে, ঘোড়া প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সাত্তার পেয়েছেন ২৮ হাজার ৮৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট তৃতীয় অবস্থানে থাকা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং কই মাছ প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৯৩০ ভোট এবং চতুর্থ অবস্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম আনারস প্রতীকের পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহজালাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম তালুকদার জুমান চশমা প্রতীকে ১৫ হাজার ২৭৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোহরা বেগম হাসপ্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা শেখ ফুটবল প্রতিকে ১৯ হাজার ৫৯৬ ভোট পেয়েছেন। এবার এই প্রথম বকশীগঞ্জ উপজেলায় ৫৩ টা কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে।
সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ০৪ টা পর্যন্ত চলে। বকশীগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ০১ লক্ষ ৮৫ হাজার ৫৭৮ জন ভোটার উপস্থিতির হার ছিল ৩৬.৬৫% এর মধ্যে ০৪ জন চেয়ারম্যান প্রার্থী ০৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ০৪ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।