বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সাজ্জাদ বিন আলম সৌরভ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আজ সারাদেশে রাত ১২টার মধ্যে অস্ত্র জমা দেয়ার শেষ সময়। রংপুরে অস্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ সন্ধ্যা পর্যন্ত।
জানা গেছে, রংপুরে ৫৬টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। জমা না হওয়া অস্ত্র উদ্ধারে রাত থেকে নামবে যৌথবাহিনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন এই অভিযানে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শাহানাজ বেগম।
প্রশাসন সূত্রে জানা যায়, রংপুরে বেসামরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অস্ত্রের সংখ্যা ছিল ১৬৪টি। এরমধ্যে ব্যক্তি পর্যায়ে ছিল ৭৬টি অস্ত্র। বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লাইসেন্স কৃত অস্ত্র।
ব্যক্তি পর্যায়ে থাকা ৭৬টি অস্ত্রের মধ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ৫৬টি অস্ত্র (পিস্তলসহ বিভিন্ন অস্ত্র) জমা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। এখনো ২০টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে আছে বলে জানিয়েছেন রংপুর জেলা প্রশাসন।
উল্লেখ্য যে, গত ২০০৯ সালের (৬ জানুয়ারি) থেকে চলতি বছরের (৫ আগস্ট) পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয় অস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়। সেই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের (৩ সেপ্টেম্বর) এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছিল।