বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মাদক বিরোধী অভিযানে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ এমাদুল(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরমোন্তাজ তদন্ত কেন্দ্র পুলিশ। এমাদুল পার্শ্ববর্তী উপজেলার পানপট্রি ইউনিয়নের বাদশা গাজীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইলাবুনিয়া বাজার এলাকায় থেকে এমাদুলকে আটক কর হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ নাজমুল হাসান রুবেল জানান, মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে ইমাদুলকে। পরে জিজ্ঞাসাবাদে মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।