বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
বিনোদন সংবাদঃ
তরুণ গীতিকার মোঃ রুবেলের লেখায়, ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন(কলকাতা) ও বাংলাদেশের উদীমান মেধাবী মিউজিক কম্পোজার এস. আই. খোকনের সুর ও সঙ্গীতে বাজারে আত্মপ্রকাশের অপেক্ষায় “চলে তুমি যেতেই পারো”।
গান মনের খোরাক- আদি বাংলাদেশ থেকে আজ অবধি আধুনিক বাংলাদেশে সভ্যতার এক অপূর্ব বিনোদনের একাংশ হল দেশীয় সঙ্গীত যা বাংলাদেশ সাংস্কুতিক অঙ্গনের অগ্রমূল্যায়নে দেশ ও বহির্বিশ্বে ব্যাপক আলোচিত। কালান্তরে এমনই একটি গান বাজারে অভিষেক হতে চলছে- “চলে তুমি যেতেই পারো”।
তারুণ গীতি কবি মোঃ রুবেল ইসলাম বৃহত্তর রংপুরের নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউপি’র কেল্ল্যাবাড়ীর বগুলাগাড়ীতে জন্মসূত্রে বসবাস করেন। শৈশব ও কৈশর কেটেছে তার জন্মভূমি উপজেলা কিশোরগঞ্জ ও পাশ্ববর্তী উপজেলা রংপুরের তারাগঞ্জে।
জানা গেছে- ছোটকাল থেকেই রুবেল সঙ্গীত সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, যেমন- সঙ্গীতের ভিডিও গ্রাফিক্স ও জনে জনে গানের প্রসার ও প্রচারের কাজে কেটেছে তার একটি সিংহভাগ সময়। করেছেন বিভিন্ন গানের মিউজিক ভিডিও‘র কাজ।
সঙ্গীত সংশ্লিষ্টতা থেকে থেকে রুবেল তার লেখনী দ্বারা দুই বাংলার স্বনামধণ্য কণ্ঠশিল্পী আকাশ সেন‘র মতো সঙ্গীত প্রতিভার কণ্ঠে লালিত হয়ে এবার প্রকাশ করতে যাচ্ছে “চলে তুমি যেতেই পারো”।
“চলে তুমি যেতেই পারো” গানটি সম্পর্কে মেধাবী ও সুর বিচক্ষন সঙ্গীত পরিচালক এস আই খোকন বলেছেন- “চলে তুমি যেতেই পারো” গানের সুর ও সঙ্গীত চলমান ও সোনালী যুগের সংস্কৃতির ভিন্ন ধারায় রূপায়ন করা হয়েছে। যা সুরের মূর্ছনায় দুই বাংলার সঙ্গীত প্রেমীর মন জয় করবে ইনশাল্লাহ্। তিনি আরও বলেছেন বিগত সময়ের বিভিন্ন গানের সুর ও সঙ্গীতের ধারা সংস্করন এবং পরিচালনা “চলে তুমি যেতেই পারো” গানটি নিয়ে তিনি অন্যরকম সাফল্যের আশাবাদ ব্যক্ত করেছেন।
গীতিকার রুবেল সম্পর্কে সঙ্গীত পরিচালক ও কম্পোজার এস.আই. খোকন বলেন- তরুন এই লেখক তার চেষ্টা ও প্রকৃতির আবেশে প্রেমাবেগী হয়ে “চলে তুমি যেতেই পারো” গানটি লিখেছেন। গানটি শ্রোতানন্দিত হবে। তিনি আরও বলেন- আগামীতে রুবেলের আরও তিনটি গানের মিউজিক কম্পোজিশনের কাজ করা হবে। যার একটি গান ভারতীয় অন্য আরেকজন ও স্বদেশীয় কণ্ঠশিল্পীর কণ্ঠে বাকী দু‘টো গানের কণ্ঠধারন করা হবে।
গীতিকবির কৃতজ্ঞতা প্রকাশ- সংবাদিক ও লেখক লাতিফুল সাফি ডায়মন্ড ও মেধাবী সঙ্গীত পরিচালক এস.আই. খোকনের প্রতি বিশেষ কৃজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন এই দুজন মানুষ আমাকে বিভিন্ন ভাবে আমাকে সঙ্গীতাঙ্গনের কর্মকান্ডে অনুপ্রেরণা যুগিয়েছেন। আমার আজকের সাফল্য সহযোগী https://www.facebook.com/diamond.safi ও https://www.facebook.com/shahidulkhokonদীর্ঘায়ু ও জীবন সাফল্য কামনা করি।
গীতি কবির বিস্তারিতঃ
মোঃ রুবেল ইসলাম
কিশোরগঞ্জ-নীলফামারী, রংপুর।
মোবাইলঃ 01718745107
ফেসবুক লিংকঃ https://www.facebook.com/sld.rubel
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com