বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৭শে মার্চ ২০২২ইং তারিখ দিবাগত-রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ (দু‘টি) ওয়ান শুটারগানসহ সুভাস ভকত(৩০) নামের একজনকে আটক করেছে র্যাব। তাকে রোববার রাতে উপজেলার কানসাটের নয়ন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার ফাষ্টো ভকতের ছেলে।
ঘটনার বিবরণ প্রকাশ- গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় র্যাবের একটি দল রাতে কানসাট ইউনিয়নের নয়ন ফিলিং স্টেশনের পাশে বাচ্চু মিস্ত্রির গ্যারেজ সংলগ্ন জনৈক আফসার আলীর আমবাগানে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ সুভাস ভকতকে আটক করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com