শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
বহির্বিশ্ব সংবাদঃ
ভারত থেকে প্রচারিত অপরাধ অনুসন্ধানীমুলক জনপ্রিয় ধারাবাহিক “সিআইডি”র অভিনেতা দীনেশ ফাডনিশ(ফ্রেডি) মারা গেছেন। গতকাল (৪ ডিসেম্বর) সোমবার রাতে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৫৭ বছর বয়সী এই তারকার মৃত্যুতে ভারতের বিনোদন পাড়ায় নেমেছে শোকের ছায়া।
“সিআইডি”তে অপর একজন অভিনয়শিল্পী দয়ানন্দ শেঠির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ মঙ্গলবার মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জানা গেছে, দীনেশ ফাডনিশের মরদেহ তার মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে শুভাকাঙ্খি দর্শক ও “সিআইডি” ধারাবাহিকের বেশির ভাগ সহশিল্পী বাসায় উপস্থিত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে আগে জানা গিয়েছিল, হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করার পর ভেন্টিলেটর সাপোর্টে তাকে রাখা হয়।
উল্লেখ্য, (১৯৯৮ সাল থেকে ২০১৮) সাল পর্যন্ত টেলিভিশন অনুুষ্ঠানের জনপ্রিয় শো “সিআইডি”-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন দীনেশ। তবে “সিআইডি”- ছাড়াও আমির খানের “সরফারোশ” এবং “সুপার ৩০”-এ হৃতিকের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com