শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
হাসানুর কবির মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার – সকল শিশুর সমান অধিকার এ প্রতিপাদ্যকে ধারন করে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্দ্যোগে ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই পৌর আওয়ামী লীগ কার্যালয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।
পরে দলিয় নেতাকর্মীদের নিয়ে এক বনাঢ্য আনন্দ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং র্যালী শেষে ট্রাফিক মোড়ে বঙ্গবন্ধু মুর্যালে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবি লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত দলিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, আজকের দিনটি অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ দিন, এ দিনটিতে বাঙ্গালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। এ জন্য দিনটিকে জাতীয় শিশু দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুর মানশ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হত না।
পরে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দলিয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে দিবসটি পালন করেন নেতাকর্মীরা এবং আলোচনা সভা মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা এ, কে আজাদ, বালাগ্রাম ইউনিয়নের নব-নির্বাচত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাম্মেদ হোসেন ভেন্ডার, মহিলা লীগ নেতৃ আফরোজা বেগম রোজি, প্রভাষক অবিনাশ রায়, প্রভাষক রুহুল মর্তুজা ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন কাদের, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ রাজন, ছাত্রলীগ নেতা বাপ্পী ,মালেক, রিপন মাসুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- ডাউয়াবাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও ডিলার মহির উদ্দিন। গোলনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সম্পাদক আব্দুল আজিজ, বঙ্গবন্ধু প্রজ্বন্ম লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান হিট্টু, প্রবীন আওয়ামী লীগ নেতা শেখ করিম। গোলনা ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃ হাবিবা আক্তার পিউরি, থানা আওয়ামী লীগ সদস্য জহুরুল ইসলাম, প্রবীন নেতা রুহুল আমিন, লুৎফর রহমান।