বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
আল মামুন মিলন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
নিজ নিজ অবস্থানে যে যেখানে আছো সেখান থেকেই নিজেকে শ্রেষ্ঠ হিসেবে তৈরী করলে দেশ কিছু পায়, পরিবার পায় এবং পৃথিবীতে কৃতিমান মানুষদের তালিকায় নিজের নাম উঠে। শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে বিশাল সম্ভাবনার আধার।
তোমাদের মধ্যে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব এমনকি নেতার জন্ম হবে। যারা আগামীতে দেশ-জাতিকে নের্তৃত্ব দেবে। বিদ্যালয়ই হচ্ছে একমাত্র মানুষ তৈরীর বাতি ঘর। দেশ এখন আর আগের মতো ক্ষুধা-দারিদ্রতার জায়গায় নেই। বিজ্ঞান ও প্রযুক্তির ছোয়ায় আজ আমরা জীবন যাত্রার মান উন্নয়নে অনেকটাই এগিয়ে।
সেই বিজ্ঞানের যুগে তোমাদের পথ ও জীবনচলা। আমাদের তোমাদের কাছে আশা করি অনেক কিছুৃ। পার্বতীপুর ফুলবাড়ী আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২২ এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আজ বুধবার এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার।
স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ মুসলিমুর রহমান, অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে বিদ্যালয়ের সংগীত দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের নৃত্য শিল্পীরা। এর আগে বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিদায় সম্ভাষন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।