শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব পদ প্রার্থী মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে বিশাল র্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের লম্বাগাছ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব পদ প্রার্থী মোঃ সোহেল রানা খান বলেন- সরকার পতনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও
নির্বাচনকে সামনে রেখে সকল আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহবান করেন তিনি।
দিবসটি উপলক্ষে সোহেল রানা খানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল করতে দেখা গেছে।