শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (২১মার্চ) আইনশৃংখলা কমিটির সভা অনূষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, ওসি সোহেল রানা, প্রেসক্লাব পুরাতন সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, ৬ ইউপি চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় কমিটির উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না’র শেষ আইনশৃংখলা সভা হওয়ায় অন্যান্য সদস্যদের কাছে বিদায় নেন। এছাড়াও সভায় গ্রাম্য আদালত সক্রিয়করণ, মাদকদ্রব্রের বিরুদ্ধে অভিযান, মোটরসাইকেল চুরিরোধে পুলিশের ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।