");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--tzrla0 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--tzrla0 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--tzrla0 .gt_switcher .gt_current{display:none}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--tzrla0 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
আটঘরিয়ায় একদন্ত বাজার এলাকা গুলি করে আবু মুসা(৪০) নামের একজনকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের দাবি নিহত আবু মুসা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিল। কয়েক বছর আগে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সে একদন্ত ইউনিয়নের চাচকিয়া দিয়ার পাড়া গ্রামের অলিউল্লার ছেলে।
একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার জানান- বুধবার বিকেলে একদন্ত ওলির মোড়ে একটি চা স্টলের পিছনে কেরাম খেলছিল মুছা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে অতর্কিতভাবে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে চরমপন্থী সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ বিরোধেদের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতের মরদে উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।