শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় পূর্ব শত্রুতা জেরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা নড়াইলের মধুমতি নদী থেকে গলিত মরদেহ উদ্ধার পীরগ‌ঞ্জ আবু সাঈদের দাফন সম্পন্ন নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত নড়াইলে পুকুরে গোসল করতে নেমে দশম শ্রেনির ছাত্রীর নিহত কোটা আন্দোলনে নিহত সাঈদের বাড়িতে শোকের ছায়া মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ গঠনের দাবি নতুনধারার নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ আহত ৩ স্ত্রীর আত্মীয় মন্ত্রী! প্রশ্নফাঁস কেলেংকারীতে জামাই গ্রেপ্তার পঞ্চগড়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার নড়াইল কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা ফুলবাড়ীর বাজিতপুর আবাসন প্রকল্পের বাড়িতে রাস্তা না থাকায় যেতে পারছেনা ১৪টি পরিবার নড়াইলে ইয়াবাসহ একজন আটক পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ এর পুরষ্কার বিতরণী ডিমলায় এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ ও চেক বিতরণ পুঠিয়া “সাংবাদিক সমাজ” এর সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পীরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ

কিশোরগঞ্জে যমুনেশ্বরীর বালুচরের চিনাবাদামে স্বপ্ন বুনছেন কৃষক

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
পুষ্টিগুণ সমৃদ্ধ,ঔষধি ফসল চিনাবাদাম। সোনার মোহর খ্যাত অর্থকরী এ ফসলের বাণিজ্যিকভাবে এই প্রথম চাষ হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জে। এ চাষাবাদে সার্বিক পরামর্শে সফলতার মুখ দেখাচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২১-২০২২ইং অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্লোট প্রদর্শনী’র মাধ্যমে বারি চিনাবাদাম-৮ জাতের বীজ ও সার সরবরাহের মাধ্যমে এর চাষাবাদে কৃষকরা ঘুরে দাঁড়ানো স্বপ্ন বুনছেন।রোগবালাই, উৎপাদন খরচ কম, বাজার মূল্য ভালো, বিপননে ঝামেলাবিহীন, বালুচরসহ আলু, ভুট্টা’র জমিতে সহজে চাষযোগ্য হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা।সরেজমিনে রবিবার দেখা যায়, চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা শাহ্ পাড়া গ্রামে’র কোলঘেঁষে বহমান যমুনেশ্বরীর নদীর বুকে জেগে ওঠা ধু-ধু বালুচরে চিনাবাদামের হাট বসেছে।

সবুজের সমারোহে বালু’র নিচে মুঠো মুঠো গুপ্তধনের আশায় উৎফুল্ল কৃষকের মন। এসময় শাহ্ পাড়া গ্রামের ফজলুর রহমান,মিরা খাতুন,যাদু মিয়া জানান,কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ইসলামের উৎসাহে প্রথমবারের মতো আমাদের প্রত্যেককে ৩৩ শতাংশ করে চরের জমিতে বাদাম চাষে আগ্রহী করে তুলছেন।অনাবাদি, ধু-ধু বালু চরে এমন বাদাম হবে এটা অবিশ্বাস্য ব্যাপার।কম খরচে, ভাল ফলন পেয়ে অধিক লাভবান হবেন এমন প্রত্যাশা তাদের।

ভাল বাজার মূল্য পেলে আগামিতে আরো অধিক জমিতে এর চাষাবাদ করবেন। পাশাপাশি পুটিমারী ইউপি’র সাধুপাড়া গ্রামের কৃষক বীরেন্দ্র নাথ রায়, বড়ভিটা মেলাবর পাঠাকরা গ্রামের বিসাধু বর্মন তারাও ৩৩ শতাংশ করে বালু মিশ্রিত জমিতে চিনাবাদামের চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন।

অল্প খরচে লাভ বেশি হওয়ায় আগামিতে অনেক কৃষক বীজ নিয়ে বাদাম চাষে আগ্রহ প্রকাশ করেছেন বলে তারা জানান। কৃষি অফিস জানায়,চিনাবাদামে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ রয়েছে, যা কোলেস্টেরল কমায়। এ ছাড়া এতে বিভিন্ন ভিটামিন জাতীয় পদার্থ যেমন থায়ামিন, রিবোফ্লোবিন, নিয়াসিন, প্যানটোথেনিক অ্যাসিড, ভিটামিন বি-৬ ও ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে।

যা মানুষে দুরারোগ্য ক্যান্সার, রক্তস্বল্পতা, ডায়াবেটিস, জয়েন্ট এবং পিঠে ব্যাথার মত রোগ নিরাময়ে কাজ করে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন- অনাবাদি নদী’র বালুচরে বীজ, সার দিয়ে বাদাম চাষে কৃষককে আগ্রহী করে তোলা হয়েছে। এতে জমি বাড়ছে।পাশাপাশি কম খরচে বিঘা প্রতি ১৫০-২০০কেজি ফলন পেয়ে কৃষকরা লাভবান হবেন।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com