সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ১২ই এপ্রিল মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে ও আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার করা হয়।নিহতরা হলেন, কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মনসুর আলীর ছেলে সিয়াম(১৪), এবং ইউসুফ আলীর ছেলে সিয়াম(৯)।
স্থানীয় সুত্র জানা যায়- মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এলাকার ৫ বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এর মধ্যে ৪ জন নদীতে গোসল করতে নামে, আর একজন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা শিশুটি তার সহপাঠিদের দেখতে না পাওয়ায় বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে।
এমন সময় নদীতে মাছ ধরতে আসা জেলেরা চিৎকার শুনে দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন ওই এলাকার আনছার আলীর ছেলে শাউন(১৩) ও হুনু মোহাম্মদের ছেলে মাহাবুব(১২)। তারা সকলেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত নয়।