বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের পীরগাছা উপজেলাধীন বড়দরগাহ বাজারের ঐতিহ্যবাহী দিশারী ক্লাব আয়োজিত দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মাদক ও স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করণের উদ্দেশ্যে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক। এছাড়াও স্কুল মাঠের শহীদ মিনারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি শামছুল আলম বাদশার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আযাদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ খান। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নুরু মোল্লাহ, জালাল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, আব্দুল বাতেন। আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী এ মেলা ও প্রদর্শনীতে অংশ গ্রহণ করে উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়, বিহারী উচ্চ বিদ্যালয়, কল্যাণী উচ্চ বিদ্যালয়, শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়, স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসা, বড়দরগাহ আইডিয়াল স্কুল, প্রি-ক্যাডেট স্কুল, বড়দরগাহ অক্সফোর্ড স্কুল, দেউতি স্কুল এন্ড কলেজ।
এছাড়াও অত্র এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশ গ্রহণ করেন। ৩০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের ৫০টি প্রকল্প প্রদর্শন করা হয়।