বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত (১ নভেম্বর) জাতীয় যুব দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ এবং আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, সহকারী জাহেদুল ইসলাম,উপজেলা খাদ্য পরিদর্শক নূরে আলম সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম হোসেন সরকার, যুব প্রশিক্ষক, সাংবাদিক, মাওলানা, প্রভাষক আরিফুর রহমান, যুবক মেহেদী হাসান, আবু হাসান, নাসরিন জাহান, যুবক, যুবতীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ২৪ জন যুবকদের চেক বিতরণ করা হয়।