শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আয়ুব আলীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জানান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শামীম, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি রবিউল হাসান, ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ভান্ডাবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল হামিদ রন্জু, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।