মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ই জানুয়ারী থেকে তিন দিন ব্যাপী ৪৮তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ফজর হতে জানুয়ারির ৫,৬ ও ৭ই জানুয়ারি পর্যন্ত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা চলবে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এসেছেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ধ্বনিতে পুরো ইজতেমা ময়দান মূখরিত।
ইজতেমা ময়দানে শতশত ধর্মপ্রাণ মুসল্লীগণ বিভিন্ন দেশ-বিদেশ থেকে অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার ফজর হতে আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।
কঠিন শীতকে অপেক্ষা করে প্রতিদিন বিভিন্ন শহর গ্রাম থেকে হাজার হাজার মুসল্লীগণ ইজতেমা ময়দানে জমায়েত হচ্ছেন। এই ইজতেমা ঘিরে এই এলাকায় বিভিন্ন দোকান পাট ও মিষ্টির মেলা বসেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান- পুরো ইজতেমা ময়দান শুরু থেকে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় থাকবে।