বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম শরিফ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।