শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ, উপজেলা মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০২ জোড়া হাই লো বেঞ্চ বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম, বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স়়ংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, আনোয়ার হোসেন, এস এম মাসুদ রানা, হাসান মাহমুদ জেমস, তোজাম্মেল হক, সনিতা নাসরিন, জাকির হোসেন জুয়েল, সাজ্জাদ হোসেন শিপন, বেলাল হোসেন বাবু, হাসানুল হক পুটু, সাংবাদিক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম সোবাহান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।