বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থিয়েটারের উদ্যোগে ধুনট থিয়েটারের তিন যুগ পূর্তি বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধুনট থিয়েটারে তিন ব্যাপী নাট্য ও লোক সাংস্কৃতিক উৎসব- আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান-২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে। ধুনট থিয়েটারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।