শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
‘নড়াইলে বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে রবিবার দূপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শাহানারা বেগম, সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা নিয়ে ধারণাপত্র পাঠ করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। তিনি জানান- মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইতোমধ্যে ভারত-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com