শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার হুশিয়ারি ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম খোকন(৪০) এর সন্ধান পেতে পরিবারের লোকজন করছে আর্তনাদ।
সে আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত শাজাহান দোকানদারের ছেলে। তার বর্তমান বসবাস আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামে।
তিনি বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে পাবনা রওনা হয়। বিকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় পাবনা সদর থানার আরিপপুর হাজিরহাট জৈনক সুমনের গেঞ্জির ফ্যাক্টরি তে মোটরসাইকেল রাখিয়া পাবনা বাস টার্মিনালে যাওয়ার কথা বলে বাইর হইয়া যায়। আর ফিরে আসে নাই।
পরবর্তীতে মোঃ কামরুল ইসলাম খোকন(৪০) এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার নাম্বারটি হল-০১৩২৪৩৭৫৭২৪।
পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি মর্মে পাবনার সদর থানা নিখোঁজ বলে একটি সাধারণ ডায়েরি করে। পাবনা সদর থানা ডায়েরি নাম্বার-১৬১৬।
পাবনা পুলিশ সুপার মহোদয়ের কাছে পরিবারের আকুল আবেদন, পাবনার সকল প্রশাসন মিলে তার ছেলেটিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।