মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে এমপি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মান ব্যায় হয়েছে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা।
আজ বুধবার ১৩ই সেপ্টেম্বর দুপুরে নব-নির্মিত ভবনটির ফলক উম্মোচন করে এর উদ্বোধন করেন এ্যাডঃ মোস্তাফিজুর রহমান এমপি। এর আগে কলেজ চত্ত্বরে বৃক্ষের চারা রোপন করেন তিনি।
কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী কাহাফুল ওয়ারা সালামী এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম, আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রবিনা আক্তার।