সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র আহবয়ক মোস্তাফা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবয়াক সাইফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন আহ্বায়ক রাজপথ কাপানো ও লড়াকু সৈনিক শাহিনুজ্জামান শাহিন, যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের আহবয়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার উপজেলা মহিলা দলের সদস্য রাফিকুন বেগমও পারভিন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশে অরাজকতা তৈরি করতে ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে নানা চক্রান্ত করছে। তিনি আরো বলেন বিএনপিকে নিয়ে এখনো চক্রান্ত চলছে। দলের নেতা কর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে। সকল নেতা কর্মীদের উদ্দ্যশ্য বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করতে হবে। শেষে হাফেজ ক্বারী সিফাত উল্লাহ্’ পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।