বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক একরামুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অনিয়ম, দুর্নীতি, ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে প্রধান শিক্ষ একরামুল হকের পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
গতকাল (৯ সেপ্টম্বর) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়, পরে মিছিলটি দিনাজপুর-ফুলবাড়ী মহসড়কে অবস্থান গ্রহণ করে সড়ক অবরোধ করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল ও সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুলতান মাহমুদ।
এসময় নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের সাথে কথা বলে, তাদের দাবি পুরোনের আশ্বাস দেন। পরে তিনি আন্দোলনকারীদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে দিতে বলেন।